প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় ওয়েষ্ট ইন্ডিজের

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় ওয়েষ্ট ইন্ডিজের
MostPlay

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দাঁত কামড়ানো পরিস্থিতির জন্ম দিয়ে প্রথম টেস্ট এক উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। অধিনায়ক ব্রাথওয়েট (২), পাওয়েল (৪), বুনাররা (৫) ফিরে গেছেন দ্রুত। মিডল অর্ডারে রোস্টন চেজ (২২) ও জার্মেইন ব্লাকউডের (৫৫) ব্যাটে লড়াই জমিয়ে তোলে। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। জয় হয়ে যেতে থাকে দূরের বাতিঘর। যখন তাদের অষ্টম উইকেটের পতন ঘটে তখনও জেতার জন্য ২৬ রান প্রয়োজন ছিল। আর নবম উইকেট যখন পড়ে তখনও জেতার জন্য দরকার ছিল ১৬ রান। সেখান থেকে কেমার রোচ ও সিলস ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে দশম উইকেটে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রোচ ৫২ বল খেলে ২ চারে ৩০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৩ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন সিলস। বল হাতে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন হাসান আলী।

এর আগে ৫ উইকেটে ১৬০ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান বেশি দূর যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২০৩ রানে। বাবর আজম আর এক রান যোগ করে সাজঘরে ফিরেছেন ৫৫ রানে। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১৯ বছর বয়সী পেসার জেডন সিলস। তিনিই এখন টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি বোলার।

মন্তব্যসমূহ (০)


Lost Password