বিরাট মেশিনে জং ধরেছে

বিরাট মেশিনে জং ধরেছে

ক্যারিয়ার শুরুর পর থেকেই বিরাট কোহলি হয়ে উঠেছিলেন সেঞ্চুরির প্রতিশব্দ। তার সেঞ্চুরি হিসাব রাখাই ছিল কঠিন। এগিয়ে যাচ্ছিলেন সব রেকর্ড ভেঙে। সবাই ধরেই নিয়েছিলেন শচীন টেন্ডুলকারের শতরানের সেঞ্চুরির রেকর্ড তার থেকে অর্ধেক সময়েই ভেঙে ফেলবেন তিনি। ভাবাটাও একেবারে অস্বাভাবিক ছিল না৷ যে দুর্বার গতিতে সেঞ্চুরি হাকিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি মনে হচ্ছিল শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলা সময়ের ব্যাপার মাত্র। যেই ধারাবাহিকতার সাথে সেঞ্চুরি হাকিয়ে যাচ্ছিলেন কোহলি তাতে মনে হচ্ছিল বিরাট কোহলি যেন মেশিন। সত্যি মেশিনের মতোই রান করে যাচ্ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরির দেখা পাওয়া সেই মেশিনে আজ যেন জং ধরেছে। কোহলির ব্যাট থেকেই কোথায় যেন হারিয়ে গেছে শতরান। একটি দুইটি কিংবা তিন ইনিংস নয় ভিরাট আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পান না টানা ৫১ ইনিংস। প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার দীর্ঘতম সেঞ্চুরি খরা। সর্বশেষ ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে দিন-রাতের টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৫১ ইনিংসে দেখা পেলেন না তিন অঙ্কের। শেষ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে অর্ধশতকের দেখা পেলেও সেঞ্চুরির দেখাটা এবারও পাননি কিং কোহলি।

গত ৫১ ইনিংসে বিরাট ফিফটি করেছেন ১৭টি। এই সময়ে রান করেছেন ৪০.২৭ গড়ে। শূন্য রানে ফিরছেন ৫ বার। এই সময়ে আইসিসি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেই শীর্ষস্থান হারিয়েছেন তিনি। এবারের আগে দুইবার এরকম টানা ব্যার্থ হয়েছিলেন কোহলি। এক দফায় টানা ২৫ ইনিংস ও আরেক দফায় টানা ২৪ ইনিংস সেঞ্চুরি পাননি কোহলি। কাকতালীয়ভাবে, এবারের মতো আগের ওই দুইবারও সেঞ্চুরির সঙ্গে তার আড়ি শুরু বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পরই!

টানা ৫১ ইনিংসে সেঞ্চুরির দেখা না পেলেও এখনও তার আন্তর্জাতিক ক্রিকেট পরিসংখ্যান ঈর্ষনীয়। বিরাট কোহলি এখন পর্যন্ত ভারতের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচে ৭৬৭১ রান করেছেন। টেস্ট ক্রিকেটে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ২৭ট বিপরীতে অর্ধশতক আছে ২৬টি। ওয়ানডে ক্রিকেটে ২৫৪ ম্যাচে ভিরাটের আছে ১২১৬৯ রান। সেঞ্চুরি ৪৩টি ও হাফ সেঞ্চুরি ৬২টি এবং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ভিরাটের ঝুলিতে রয়েছে ৯০। ম্যাচে ৩১৫৯ রান৷ টি-টোয়েন্টিতে কোন সেঞ্চুরি না থাকলেও ২৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

মন্তব্যসমূহ (০)


Lost Password