করোনার প্রথম টিকা নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে দেশবাসীকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। সাধারণ মানুষকেও দ্রুত টিকা নেয়ার আবেদন জানিয়েছেন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কিছুদিনের মাঝেই ইংল্যান্ডে রওনা দেবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটারদের টিকা দেয়ার ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী,
বিরাট কোহলি এবং ইশান্ত শর্মার আগে কোভিড ১৯ টিকা নিয়ে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে টিকা নিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও।
ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পাশাপাশি সিরিজও খেলবে ভারত। ওই সফরের আগেই ভারতীয় দলের সব ক্রিকেটারদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন