ইনজুরীর কারণে ভারতের বিপক্ষে অনিশ্চিত কুশল পেরেরা

ইনজুরীর কারণে ভারতের বিপক্ষে অনিশ্চিত কুশল পেরেরা

ভারত-শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়াতে দেড়ি নেই বেশি। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। কাঁধের চোটে পড়েছেন কুশল পেরেরা, ফলে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন সিরিজে তাকে পাওয়া নিয়ে। সবকিছু ঠিক থাকলে ১৩জুলাই শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা-ভারত সিরিজ। কিন্তু লঙ্কান কোচিং স্টাফের দুজন করোনায় আক্রান্ত হওয়ায় সিরিজটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়। এখন ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুলাই। নতুন সূচীতে সিরিজ মাঠে গড়াতে চললেও ওয়ানডে সিরিজে পেরেরাকে না পাওয়ারই সম্ভাবনা বেশি। কাঁধে চোট পেয়েছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। খবরটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম আইল্যান্ড ক্রিকেট।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পান পেরেরা। তবুও দলের প্রয়োজনে খেলে যেতে হয় তাকে। স্কোয়াডে তার যথাযথ বিকল্প ছিল না। টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে বুধবার অনুশীলন করেননি ৩০ বছর বয়সী তারকা।

পেরেরার চোটের ধরন বা তার ছিটকে পড়ার শঙ্কা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার লঙ্কান দলের একজন চিকিৎসক জানান, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সম্প্রতি ক্রিকেটারদের সাথে শ্রীলঙ্গকান ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভাল যাচ্ছেনা। অনেক সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই খেলছে তারা। বোর্ডের সাথে ঝামেলার কারণেই মুলত অধিনায়কত্ব পেয়েছিলেন কুশাল পেরেরা। তবে বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলায় এরই মধ্যে তিনিও হারিয়েছেন অধিনায়কত্ব। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে।

ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এর জন্য এখনও দল ঘোষণা করেনি তারা। আগামী রোববার হবে প্রথম ওয়ানডে।

মন্তব্যসমূহ (০)


Lost Password