গত ২৪ ঘন্টায় করোনায় নারায়ণগঞ্জে ২ নারীর মৃত্যূ

গত ২৪ ঘন্টায় করোনায় নারায়ণগঞ্জে ২ নারীর মৃত্যূ

করোনার পরিস্থীতি প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যূ সংখ্যা। হাসপাতাল গুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। করোনা পরস্থীতি নিয়ন্ত্রণে আনার জন্য সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। তারপরেও প্রতিদিন অবনতির দিকেই যাচ্ছে দেশের করোনা পরিস্থীতি। গত ২৪ ঘন্টায় দিনে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই জন এবং নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০০ জন। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট ১৮হাজার ৮৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৯৭ জনের। নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১৩২ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। মৃত দুজনেই নারী এবং তাদের বাড়ি বন্দরে। এ নিয়ে নারায়ণগঞ্জে ২৫৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৭৯ জন, নারায়ণগঞ্জ সদরে ৫২ জন, বন্দর এলাকায় ২৭ জন, সোনারগাঁয়ে ২৭ জন, আড়াইহাজারে ০ জন ও রুপগঞ্জে ১৫ জন আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২৮ জুলাই)সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password