কাল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ফাইনাল

কাল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের ফাইনাল

কাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়। আসরের হেড টু হেডে এগিয়ে আছে চট্টগ্রাম। তবে ফাইনালের আগে এমন পরিসংখ্যান মাথায় নিতে নারাজ দুই দলের কোচ ও খেলোয়াড়। নির্ভার থেকেই লড়তে চায় শিরোপা নির্ধারনীতে। 

সৌম্যের চড়া হাসি আরো চড়া হবে; শিরোপা যদি চট্টগ্রামের হাতে উঠে, আর একটা ম্যাচই তো বাকি। ফাইনালে সিনিয়র-জুনিয়র এমন কম্বিনেশন প্রয়োজন; যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে লড়তে হবে। কেননা খুলনার শিবিরে দুই অভিজ্ঞ সেনা, বাংলা ক্রিকেটের নক্ষত্র, মাশরাফী-মাহমুদউল্লাহর পরিকল্পনা ফিকে করে দিতে পারে প্রতিপক্ষের স্বপ্ন। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোট তিনবার মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা। হেড টু হেডে এগিয়ে চট্টগ্রাম। দুটো জয় লিগ পর্বে। আর শেষটা ভালো করে খুলনা। প্রথম কোয়ালিফায়ারে ৪৭ রানের জয়ী দলটি। এমন পরিসংখ্যান আর হিসাবনিকাশ কিসের কি, কিসেরই বা মূল্য যদি ফাইনালে বাজিমাত না করতেই পারে। 

নামে ভারে এগিয়ে মাহমুদউল্লাহর খুলনা। যদিও পারিবারিক কারণে সাকিব আল হাসান দল ছেড়েছেন। তবে আসরের শেষ দিকে যোগ দেয়া মাশরাফী তিন ম্যাচে সাত উইকেট নিয়ে জানান দিয়েছেন কেন তিনি অনন্য। 

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২১ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান, সর্বোচ্চ ৩৭০ রান করা লিটন দাস, এই দুই তারকাই চট্টগ্রামকে অনেক পথ টেনে নিয়েছে। টি-টোয়েন্টির পছন্দের খেলোয়াড়দের নিয়ে গড়া কোচ সালাউদ্দীনের দল। ফাইনালে ফেবারিটের কাতারে রাখাই যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password