নারায়ণগঞ্জে আজও ৯৫ জন করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জে আজও ৯৫ জন করোনা আক্রান্ত

কঠোর লকডাউনের চতুর্থ দিনে নতুন করে ৯৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ৪০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল যার মধ্যে নতুন করে ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট ১ লাখ ১৮ হাজার ৯২৫ জন মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে মোট ১৪ হাজার ৩৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪১ জন, নারায়ণগঞ্জ সদরে ৩০ জন, বন্দর এলাকায় ৭ জন, সোনারগাঁয়ে ১ জন, আড়াইহাজারে ৩ জন ও রুপগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের মতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ২শ ২৪ জনের মৃত্যূ হয়েছে নারায়ণগঞ্জ শহরে। এখন পর্যন্ত আড়াইহাজারে ৪ জন, বন্দর এলাকায় ৯ জন, সিটি কর্পোরেশন এলাকায় ১১৫ জন, রুপগঞ্জে ১৪ জন, নারায়ণগঞ্জ সদরে ৪৪ জন এবং সোনারগাঁয়ে ৩৮ জন মারা গেছেন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশিত দৈনিক প্রতিবেদনে আজ আজ রবিবার (৪জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password