মোরাতা ও তার পরিবারকে হুমকি

মোরাতা ও তার পরিবারকে হুমকি

মাঠে সময় ভালো কাটছে না স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার। আলভেরো মোরাতা একের পর এক গোল মিস করেছেন, পারেননি পেনাল্টি থেকেও গোল দিতে। তার দল স্পেনও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেতে পারছেনা মাঠে। প্রথম দুই ম্যাচ ড্র করা স্পেন শেষ ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলের ব্যাবধানে পরাজিত করে নিশ্চিত করে শেষ ষোল। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। সেই ম্যাচে মাঠে নামার আগে সমর্থকদের রোষানলে পড়েছেন স্পেনের তারকা ফরোয়ার্ড আলভারো মোরাতা।

সাম্প্রতিক সময়ে মাঠে খারাপ পারফর্মেন্সের জন্য মোরাতা ও তার পরিবারকে দেয়া হয়েছে হুমকি। বিভিন্ন দুয়ো দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমেও এমনকি অনেকে তার সন্তানের মৃত্যু কামনা করেছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতীতে অনেকটা হতাশ হয়ে পড়ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড, নিজের ফোনটাও দূরে রাখছেন বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, মোরাতার স্ত্রী-সন্তানকে সেভিয়ার রাস্তায় দেখে চিৎকার করেছেন বেশ কিছুসংখ্যক মানুষ। স্পেনের শেষ ম্যাচে পেছনে মোরাতা লিখা জার্সি পরে মোরাতার স্ত্রী ও সন্তান সেভিয়ায় স্টেডিয়ামে খেলা দেখতে আসে এবং অনেকে তাদের লক্ষ্য করে চিৎকার করে।

রেডিও স্টেশন কাদেনা কোপকে দেওয়া স্প্যানিশ স্ট্রাইকার মোরাতা বলেন, লোকজন বলে বেড়াচ্ছে, আমার সন্তানরা যেন মারা যায়। আমি বুঝতে পারছি, সুযোগগুলো হাতছাড়া করায় মানুষ আমাকে দুয়ো দিচ্ছে কিন্তু সবকিছুর একটা সীমা আছে। ওরা যদি আমার অবস্থায় থাকতো তাহলে বুঝতে পারতো, পরিবারের লোকজনকে যখন হুমকি দেয়া হয় তখন কেমন লাগে!

সর্বশেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে তিনি পেনাল্টি মিস করেন। পেনাল্টি মিস করায় তিনি ওই রাতে ঘুমোতে পারেননি। তাকে সাহস যোগাতে ফোন দিয়েছেন সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তবে সতীর্থদের কাছে পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছেন আলভেরো মোরাতা। তবে এটাও জানিয়েছেন যে আই পরিস্থীতিটা দুই তিন বছর আগে হলে মেনে নিতে অনেক কষ্ট হতো তার। হয়তো ভেঙেই পড়তেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password