নারায়ণগঞ্জে করোনায় আজ নতুন করে মৃত্যু নেইঃ শনাক্ত ৫৮

নারায়ণগঞ্জে করোনায় আজ নতুন করে মৃত্যু নেইঃ শনাক্ত ৫৮

৭ দিন পর নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে মৃত্যূ নেই। শেষ গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮। গত ২৪ ঘন্টায় ৪৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল যার মধ্যে নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট ১২ হাজার ৭৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২০ জন, নারায়ণগঞ্জ সদরে ১১ জন, বন্দর এলাকায় ৬ জন, সোনারগাঁয়ে ৫ জন, আড়াইহাজারে ২ জন ও রুপগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছেন।

এখন অব্দি নারায়ণগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১১ হাজার ২শ ১০ জন। সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার ৩০২ জন, নারায়ণগঞ্জ সদরে ৩ হাজার ২৪২ জন, বন্দর এলাকায় ৬৫৮ জন, সোনারগাঁয়ে ১ হাজার ১৯ জন, আড়াইহাজারে ৮১৭ জন ও রুপগঞ্জে ২ হাজার ৭২ জন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন। করোনাতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মারা গেছেন ২১০ জন। আজ মঙ্গলবার ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password