প্রায় দেড়যুগ আগে টানা ২১টি ওয়ানডে ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে সেই ২১ ম্যাচ জিতেছিল অসিরা। এর প্রায় ১৮ বছর পর এবার অস্ট্রেলিয়া পুরুষ দলের গড়া রেকর্ডটি ভেঙে দিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নারী দলকে ৬ উইকেটে হারিয়ে টানা ২২তম ওয়ানডে ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া নারী দল। তারা সবশেষ কোনো ওয়ানডে হেরেছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর খেলা ২২ ম্যাচের সবই জিতেছে তারা।
বিশ্বরেকর্ড নিজেদের করে নেয়ার পথে কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়েছে অসিরা। ম্যাচে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে অসি নারীরা। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন অ্যাশলে গার্ডনার।
২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি, ফিরে যান রাচেল হেইনস (১৪)। অধিনায়ক মেগ ল্যানিংও (৫) আউট হন অল্পেই। তবে আরেক ওপেনার অ্যালিসা হিলি তুলে নেন ফিফটি। দলীয় ১১৫ রানে আউট হওয়ার আগে খেলেন ৬৮ বলে ৬৫ রানের ইনিংস। পরে বেথ মুনি আউট হন ১২ রান করে।
এরপর আর উইকেট পড়তে দেননি অ্যালিসা পেরি ও অ্যাশলে গার্ডনার। তারা দুজন মিলে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৭৯ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ক্যারিয়ারের ২৮তম ফিফটিতে ৫৬ রান করেন পেরি, গার্ডনার অপরাজিত থাকেন ৪১ বলে ৫৩ রান করে।
এর আগে মেগান স্কাট ও নিকোলা ক্যারের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড নারী। ম্যাচসেরার পুরস্কার জেতা মেগান ৯ ওভারে ৩২ রান খরচায় নেন ৪ উইকেট। ক্যারের শিকার ৩ কিউই ব্যাটার। নিউজিল্যান্ডের পক্ষে একাই লড়াই করেন লড়েন ডাউন। তিনি খেলেন ৯০ রানের ইনিংস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন