অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রাত পোহালেই আসবে ক্যাবিবীয়রা। রোববার সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানী ঢাকায় এসে পৌঁছানোর কথা তাদের।
করোনা প্রটোকল মেনে বাংলাদেশে পৌঁছানোর পরের তিনদিন হোটেল সোনারগাঁতে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে ১৪ জানুয়ারি থেকে শেরে বাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিস সেশন শুরু করতে পারবে ক্যারিবীয়রা।
সবার জানা, করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজ আসছে ভাঙাচোরা এক দল নিয়ে। ওয়ানডে আর টেস্ট স্কোয়াডে বড় ক্রিকেটার নেই বললেই চলে। একজন দু’জন নয়, ১০ জন নাম-ডাকওয়ালা তারকা ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
এর মধ্যে আছেন দলের অধিনায়করাও। করোনার ঝুঁকি দেখিয়ে নিজে থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন-টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। পারিবারিক কারণে আসছেন না ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডোরিচ।
খর্বশক্তির দল নিয়েই ঘরের মাঠের বাংলাদেশকে মোকাবেলা করবে ক্যারিবীয়রা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ১৪ থেকে ১৭ জানুয়ারি ৪ দিনের প্র্যাকটিস সেশন কাটাবে ওয়েস্ট ইন্ডিজ দল।
তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। ১৮ জানুয়ারী বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ। তারপর ২০, ২২ জানুয়ারি শেরে বাংলায় আর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডে।
টেস্ট সিরিজের আগে ২৯ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। এরপর ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন