এক রাতের মধ্যে লেকের জল নীল থেকে গোলাপি

এক রাতের মধ্যে লেকের জল নীল থেকে গোলাপি
MostPlay

 প্রায় ৫০হাজার বছর আগে উল্কাপাতের ফলে সৃষ্টি হয় মহারাষ্ট্রের লোনার লেক৷ এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র৷ তবে আচমকা এই লেক বা হ্রদের জলের রং গোলাপি হয়ে যাওয়ায় খুবই চিন্তায় পড়েছেন স্থানীয়রা৷ মুম্বই থেকে প্রায় ৫০০ কিমি দূরে বুলধনায় অবস্থিত এই লোনার লেক৷১.২ কিমি ব্যাসরেখার এই হ্রদের জলের রং পরিবর্তন স্থানীয়দের পাশাপাশি অবাক করেছে বৈজ্ঞানিক এবং পরিবেশবিদদের৷ বিশেষজ্ঞরা যদিও বলছেন এটা প্রথমবার নয়৷ এর আগেও পাল্টেছে রং৷ তবে এবারের রং বদল ভীষণভাবে উজ্জ্বল, যা চোখে পড়ার মতো৷

জাতীয় ঐতিহ্যের এই হ্রদটি নোনা জলে পূর্ণ৷ যার লবণতার মাত্রা ১০.৫ পিএইচ (pH)৷ লোনার লেক কনসারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য গজানন খারাট এই তথ্যটি সামনে এনেছেন৷ এর সঙ্গে জলে মিশেছে শেওলা৷ জেলের নোনা ভাব এবং শেওলা মিশে এমন ঘটাতে পারে বলে তাঁর মত৷ এ ছাড়াও জলের ১ মিটারের মধ্যে কোনও অক্সিজেন নেই৷ তাই লবণাক্ততা বাড়লে এমন রং বদল সম্ভব৷ বলছেন গজানন খারাট৷ উদাহরণ হিসেবে তিনি ইরানের একটি লেকের কথা তুলে ধরেছেন, যেখানে নোনা জলের ফলে মাঝে মধ্যেই জলের রঙে তারতম্য ঘটে৷বিগত কয়েক বছর ধরে লেকে জল কমছে৷ বৃষ্টি কম বা না হওয়ার ফলে জল বাড়ছেও না৷ তাই জলের নোনা ভাব আরও বেশি গাঢ় হচ্ছে৷

অন্যদিকে ডঃ মদন সূর্যবংশী বলছেন 'এটা একেবারে প্রাকৃতিক নিয়মে ঘটছে৷ এর পিছনে মানুষের কোনও হাত নেই৷ শেওলা থাকলে প্রধানত জলের রং সবুজ হয়ে যায়৷ তবে এক্ষেত্রে লোনার ক্রেটারে জৈবিক পরিবর্তনের ফলে এমন ঘটতে পারে বলে তাঁর মত৷ লকডাউনের সময় জলে কেউ হাত দেননি৷ একেবারে শান্ত ছিল লোনার লেকের জল৷ একভাবে থাকার ফলে পরিবর্তন ঘটেছে৷ প্রতি ঋতুতে রং পাল্টায় এটি৷ তবে এবারের পরিবর্তনের কারণ খতিয়ে দেখতে লেকের জল পরীক্ষা করতে হবে এবং তারপরই আসল কারণ সামনে আসা সম্ভব'৷

মন্তব্যসমূহ (০)


Lost Password