পলাশে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

পলাশে প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস পরিদর্শন করেন উপজেলা প্রশাসন
MostPlay

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ পরিদর্শন করেন পলাশ উপজেলা প্রশাসন। সরকার কর্তৃক মুজিববর্ষে নরসিংদীর পলাশের জিনারদীর মাঝেরচরে বীর মুক্তিযোদ্ধা মহর আলী ও পরিমল সূএ ধরের "বীর নিবাস" নির্মাণাধীন পাকা ঘরের নির্মান কাজ পরিদর্শন করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে পরিদর্শন করছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ , উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান সেলিনা আক্তার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে। প্রথমে ১৪ হাজার বীর নিবাস অনুমোদন হলেও প্রধানমন্ত্রী পরে প্রতিটিতে ১৩ লাখ ৪৩ হাজার টাকা নির্মাণ ব্যয়ে ৩০ হাজার নিবাসের অনুমোদন দেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ হাসিনার আন্তরিক ভালোবাসার প্রতিফলন হচ্ছে বীর নিবাস।

মন্তব্যসমূহ (০)


Lost Password