আয়ারল্যান্ডকে আড়াই দিনেই হারালো টাইগাররা

আয়ারল্যান্ডকে আড়াই দিনেই হারালো টাইগাররা

প্রত্যাশিত জয়ে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। তানভির ইসলামের ঘূর্ণি জাদুতে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার ম্যাচের তৃতীয় দিনেই আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ও ২৩ রানে পরাজিত করেছে সাইফ হাসানের দল।

ম্যাচের শুরু থেকেই তানভিরের বাঁহাতি স্পিনের জবাব দিতে পারছিল না আইরিশরা। রবিবার তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৩৯ রানে। প্রথম ইনিংসে সফরকারীদের ১৫১ রানের পর ইমার্জিং দল করেছিল ৩১৩ রান। তানভিরের বোলিংয়ে দ্বিতীয়বার আর ব্যাটিংয়ে নামতে হয়নি স্বাগতিকদের।

আগের দিন ৪ উইকেটে ৩৫ রান তুলে খেলা শেষ করেছিল আইরিশরা। গতকাল শেষ ৬ উইকেটে ১০৪ রান যোগ করতে পেরেছে তারা। তানভির একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ইনিংস। ৫১ রানে ৮ উইকেট নিয়েছেন এ তরুণ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। প্রথম ইনিংসেও ৫৫ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। দুই ইনিংসে ১৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তানভির। এ ম্যাচের আগে লঙ্গার ভার্সনে কখনোই ৫ উইকেট পাননি তিনি।

রবিবার দুই সেশনও স্থায়ী হয়নি আইরিশদের দ্বিতীয় ইনিংস। তৃতীয় দিনে চা বিরতির আগেই অলআউট হয় তারা। অধিনায়ক টেক্টরই কিছুটা দৃঢ়তা দেখাতে সক্ষম হয়েছিলেন। তিনি ১৩৭ বলে ৫৫ রান করেন। ক্যাম্পার ২২, অ্যাডেইর ১৪ রান করেন। ইমার্জিং দলের এবাদত, সাইফ হাসান ১টি করে উইকেট নেন।

চারদিনের ম্যাচের পর এবার বাংলাদেশ ইমার্জিং দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামে ৫, ৭, ৯ মার্চ যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখানেই শেষ হবে চট্টগ্রাম পর্ব। তারপর ঢাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ চতুর্থ, পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৭, ১৮ মার্চ দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ ছাড়বে আইরিশরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password