বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান এই ইংলিশ কোচ।ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন লুইস।
পারিবারিক কারণে গত আগস্টে দক্ষিণ আফ্রিকান কোচ নিল ম্যাকেঞ্জি টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়েন। ম্যাকেঞ্জির জায়গায় ব্যাটিং পরামর্শক হয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই সরে দাঁড়ান ম্যাকমিলান। এরপরই জন লুইসকে নিয়োগ দেয় বিসিবি।
তবে লুইসের সঙ্গে এখনই দীর্ঘ মেয়াদের চুক্তি করতে পারছে না বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ ও পরে মার্চে নিউজিল্যান্ড সফরে টাইগার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি। এ দুই সিরিজের ওপর পর্যালোচনা করেই লুইসকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন