নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই পাকিস্তানের গ্যালারিতে ফিরছে দর্শক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই পাকিস্তানের গ্যালারিতে ফিরছে দর্শক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই ক্রিকেটে এসেছে আমুল পরিবর্তন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধও ছিল ক্রিকেট। পরবর্তীতে করোনার মাঝেই মাঠে ক্রিকেট ফিরলেও দর্শক শুন্য মাঠে গড়িয়েছে খেলা৷ ক্রিকেট প্রেমীরা ঘরে বসেই উপভোগ করেছেন খেলা। তবে এবার পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের জন্য এসেছে সুখবর৷ করোনাভাইরাস মহামারির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে গ্যালারিতে ফিরছে দর্শক।

পাকিস্তান ও নিউ জিল্যান্ডের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির করোনা নিয়ন্ত্রণকারী প্রধান সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘দর্শকরা যেকোনো ধরনের খেলার অস্তিত্ব। তারা খেলোয়াড়রা উদ্দীপ্ত করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে খেলোয়াড়রা খেলাটাকে উপভোগ করতে পারে। আমরা এনসিওসির কাছে কৃতজ্ঞ যে তারা ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত এনসিওসির এই সিদ্ধান্তের পর ভ্যাকসিন না নেওয়া ক্রিকেট সমর্থকরা ভ্যাকসিন নিতে আগ্রহী হবে। যাতে তারা ২০০৩ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দেখতে পারে।’

রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে তিন ওয়ানডের প্রথম ম্যাচ। বাকি দুটি হবে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর লাহোরে হবে পাঁচটি টি-টোয়েন্টি। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলেছিল নিউ জিল্যান্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password