বিস্ফোরণের ৩০ দিন পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান

বিস্ফোরণের ৩০ দিন পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের এক মাস পরও ধ্বংসস্তূপের ভেতরে প্রাণের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। শনাক্ত করেছেন হৃদস্পন্দন। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ বেঁচে থাকতে পারে সে আশায় বুক বেঁধে খুব সাবধানে অভিযান পরিচালনা করছেন তারা। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৪ আগস্ট প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল বৈরুত বন্দর। ওই বিস্ফোরণে গোটা শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। মৃত্যু হয় দেড় শতাধিক মানুষের। পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পর অনেকে নিখোঁজ হয়ে যান। বিস্ফোরণের পরদিন অর্থাৎ ৫ আগস্ট থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজার কাজ শুরু হয়েছে। ঘটনার এক মাস পরেও সেই অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অত্যাধুনিক প্রযুক্তির কিছু যন্ত্র নিয়ে একটি এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলো চিলির একটি দল। হঠাৎই এক জায়গা থেকে প্রাণের সন্ধান পান তারা।যন্ত্রে প্রাথমিক ভাবে হৃদস্পন্দন শোনার পর আশপাশের সকলকে মোবাইল বন্ধ করতে বলা হয়। সকলকে শান্ত হতে বলা হয়। এর পর ধ্বংসস্তূপের আরও কাছে গিয়ে অনুসন্ধান চালানো হয়। নিয়ে আসা হয় কুকুর।

উদ্ধারকারীরা মনে করেন, এক মাস ধরে কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলে বেঁচে থাকাটা বিরল ঘটনা। তবে অতীতে যে এরকম কিছু ঘটেনি তা নয়। এ ক্ষেত্রেও তেমনই অলৌকিক কিছু ঘটেছে কি না, তা দেখত চাইছেন উদ্ধারকারীরা। তবে যেভাবে ধ্বংসাবশেষ পড়ে আছে, তাতে দ্রুত কাজ করা কঠিন। খুব সাবধানে কাজ করতে হচ্ছে উদ্ধারকারীদের। 

মন্তব্যসমূহ (০)


Lost Password