দ্বিতীয় ইনিংসে একি অবস্থা শ্রীলঙ্কার

দ্বিতীয় ইনিংসে একি অবস্থা শ্রীলঙ্কার

প্রথম ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউজের সেঞ্চুরি, নিরোশান ডিকভেলার ৯২, দিনেশ চান্ডিমালের ৫২ রানের ওপর ভর করে ৩৮১ রানের বেশ ভালো একটি স্কোর গড়েছিল শ্রীলঙ্কা; কিন্তু দ্বিতীয় ইনিংসে একি অবস্থা তাদের? ৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।

গলে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ৩৮১ রানের জবাব দিতে নেমে জো রুটের ১৮৬ রান সত্ত্বেও ৩৪৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ৩৭ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের আনকোরা স্পিনের ফাঁদে পড়ে যায় শ্রীলঙ্কানরা। শুরুতে জেমস অ্যান্ডারসন আর স্যাম কুরানকে দিয়ে বোলিংয়ে সূচনা করালেও জো রুট দ্রুতই বল তুলে দেন ডোম বেজ আর জ্যাক লিচের হাতে। এই দু’জনের ঘূর্ণি বিষেই নিল হতে হলো লঙ্কান ব্যাটসম্যানদের।

এই দুই স্পিনারই সমান ভাগে নিয়েছেন ৮টি উইকেট। তাদের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি কোনো লঙ্কান ব্যাটসম্যান। ডোম বেজ আর জ্যাক লিচের সঙ্গে উইকেট নেয়ার প্রতিযোগিতায় মেতে ওঠেন ইংলিশ অধিনায়ক জো রুটও। কদাচিৎ বোলিং করে থাকেন জো রুট। সেই তিনিও নিয়েছেন ২ উইকেট।

শেষ দিকে লাসিথ এম্বুলদেনিয়া কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইংলিশদের সামনে। সামনের সারির ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে তিনি সংগ্রহ করেন ৪০ রান। এম্বুলদেনিয়া না দাঁড়ালে হয়তো ১০০’ও পার হতে পারতো না শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত জো রুটের হাতেই উইকেট দিয়ে ফেরেন তিনি।

এম্বুলদেনিয়া বল হাতে নেন ৭ উইকেট। ব্যাট হাতে করলেন ৪০ রান। এছাড়া রমেশ মেন্ডিস করেন ১৬ রান, কুশল পেরেরা করেন ১৪ এবং লাহিরু থিরিমানে করেন ১৩ রান।

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ৪১। ১৩ রান করে আউট হয়ে যান জ্যাক ক্রাউলি। তার উইকেট নেন সেই এম্বুলদেনিয়াই। ১২ রান নিয়ে ডোম সিবলি এবং ১৪ রান নিয়ে ব্যাট করছেন জনি বেয়ারেস্ট। টেস্টের আজ চলছে চতুর্থ দিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password