নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কখনো জেতেনি বাংলাদেশ। আগের চার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানই ছিল ১৬৭! সেখানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি তাদের ২১১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লেতেই হারায় ৪ উইকেট।
নাঈম শেখের ব্যাটে শুরুটা আক্রমণাত্মকই ছিল সফরকারীদের। ছোট মাঠে মেরেই খেলছিলেন এই ওপেনার। কিন্তু অপরপ্রান্তে লিটন দাস ছিলেন পুরোপুরি ব্যর্থ। তৃতীয় ওভারেই সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রানে। দারুণ শুরু করা নাঈমও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৪.২ ওভারে ফার্গুসনের ফুলার লেন্থের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি বিদায় নেন ১৮ বলে ২৭ রান করে।
এর পর সেই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। ইশ সোধি ষষ্ঠ ওভারে প্রথম ওভার বল করতে এলেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। সোধিকে ফিরতি ক্যাচ দিয়ে ৫ রানে ফিরেছেন সৌম্য। আর মিঠুন তো গুগলি বুঝতেই পারেননি। স্লগ সুইপ খেলতে গিয়ে পুরোপুরি বোল্ড হয়ে বিদায় নেন ৪ রানে।
এক ওভার পর সোধি ফিরলে ব্যাটিং ধসেই পড়ে যায় বাংলাদেশ। আবারও একই ওভারে পর পর তুলে নেন মাহমুদউল্লাহ ও মেহেদী হাসানকে। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে তার স্টাম্পে। পরের বলে বোল্ড হন মেহেদী। হালকাভাবে ডিফেন্ড করেছিলেন সোধির বল, কিন্তু বল ভেতরে পরে আঘাত হানে তার স্টাম্পে!বাংলাদেশের সংগ্রহ ৯.১ ওভারে ৬ উইকেটে ৬৭ রান। ক্রিজে আছেন সাইফউদ্দিন (০) ও আফিফ (১৩)
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন