প্রধানমন্ত্রীকে ‘হযরত’ বলা সেই হুইপ স্বপনের গাড়িবহর আবারও দুর্ঘটনার শিকার

প্রধানমন্ত্রীকে ‘হযরত’ বলা সেই হুইপ স্বপনের গাড়িবহর আবারও দুর্ঘটনার শিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হযরত’ উপাধি দেয়া জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়িবহরে দুর্ঘটনায় উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আহত হয়েছেন।


বুধবার (৪ঠা মার্চ) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি নামক স্থানে সকাল ৯টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান, কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, কালাই পৌরসভার সাবেক মেয়র তালুকদার বেলাল, জিন্দাপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নয়ন চৌধুরী, কালাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, এবং গাড়িচালক সাইফুর রহমান আহত হন বলে জানা গেছে।


জানা যায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে তারা হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে গাড়িবহর নিয়ে আরেকটি মাইক্রোবাসে জয়পুরহাট থেকে দিনাজপুর আসছিলেন। সকাল ৯টার দিকে গাড়িবহরটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি নামক স্থানে আসলে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা ৭ জনই আহত হন।


এলাকাবাসীরা তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বিকালে তাদের জয়পুরহাটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আমবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসরাকুল হক।

মন্তব্যসমূহ (০)


Lost Password