সন্ধায় নয় বাংলাদেশ- নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হবে বিকালে

সন্ধায় নয় বাংলাদেশ- নিউজিল্যান্ডের ম্যাচ শুরু হবে বিকালে
MostPlay

সম্প্রতি ক্রিকেটের সংক্ষিপ্ত টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে তাদের দেশে এবং নিজের দেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যাবধানে পরাজিত করেছে৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে বা কাটতেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এবারের সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলভে তারা। অস্ট্রেলিয়ার মতো তারাও বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে৷

২৪ আগস্ট টি-টোয়েন্টি সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের খেলা। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলায়। তবে ম্যাচ শুরুর সময়ে এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ সন্ধ্যায় শুরু হচ্ছে না। সন্ধ্যা ৬টার পরিবর্তে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের বড় একটা পার্থক্য আছে। তাদের দর্শকেরও খেলা দেখার একটা ব্যাপার থাকে। সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের পরিকল্পনায় রয়েছে বিকেল চারটার দিকে খেলা শুরু করা।'

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়াতে না দেখা গেলেও বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজটি নিউজিল্যান্ডের দর্শকরা উপভোগ করতে পারবেন৷ তাই কিউই দর্শকদের কথা চিন্তা করে সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password