শিবপুরে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, প্রধান আসামি গ্রেফতার

শিবপুরে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, প্রধান আসামি গ্রেফতার

নরসিংদীর শিবপুরে বালু ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় মো. জসিম মিয়া হত্যা মামলার মূল আসামি ওসমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার সকাল নয়টার দিকে শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়ার শাসপুর এলাকায় একটি প্রকল্পের বালু ভরাট কাজের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন মো. জসিম মিয়া (২৪)। তিনি ওই প্রকল্পটিতে বালু ভরাটের টেন্ডার পাওয়া মো. কাবিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সাল থেকে শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়ার শাসপুর এলাকায় একটি শিল্প গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। তখন থেকেই এই প্রকল্পে বালু ফেলে মাঠ ভরাটের কাজ করতে চেয়েছিলেন স্থানীয় বেশ কয়েকজন ঠিকাদার। তাদের মধ্যে কাবিল মিয়া নামের একজন ঠিকাদারকে বালু ফেলার দায়িত্ব দেয়া হয়। সেই থেকেই বালু ফেলার কাজ চেয়ে না পাওয়ায় অন্য ঠিকাদাররা তার সঙ্গে নানাভাবে ঝামেলা করে আসছিলেন।

এসবের জের ধরেই শনিবার সকালে হঠাৎ করেই কয়েকজন নারীসহ মোট আটজন প্রকল্প এলাকায় ঢুকে পড়েন। ওই সময় সেখানে থাকা ১০/১২টি বালুভর্তি ট্রাকের কাঁচ ভাঙচুর করতে থাকেন তারা। এ সময় বালু ফেলার শ্রমিকরা বাদেও ঠিকাদার পক্ষের কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনা কী জানতে সেখানে এগিয়ে গেলে ঠিকাদার পক্ষের রমজান মিয়া ও জসিম মিয়ার সঙ্গে বালু ফেলা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা জসিমকে টেনে হিঁচড়ে ওই প্রকল্প এলাকার বাইরে নিয়ে যান। পরে তার পেট ও হাতের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এই ঘটনায় শনিবার দুপুরে চারজনের নাম উল্লেখ করে মোট আটজনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছেন নিহতের চাচা রমজান মিয়া। ওই চার আসামি হলেন, শিবপুরের কোদালিয়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ওসমান মিয়া (৪৫) ও কামাল মিয়া (৩৬), ওসমান মিয়ার ছেলে দৌলত মিয়া (২০) এবং তাজুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (১৯)।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, একটি প্রকল্পের মাঠ ভরাটের বালু ফেলা নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই অভিযুক্ত প্রধান আসামি ওসমান মিয়াকে গ্রেফতার করে করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password