একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিডনি অলিম্পিক পার্ক থেকে ৩০ কিমি দূরে ভেঙে পড়ল একটি বিমান। অলিম্পিক পার্কের একটি হোটেলে আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্যাচ শুরু ২৭ নভেম্বর থেকে।
বিমানটি ভেঙে পড়েছে একটি মাঠে। সেখানে স্থানীয়রা তখন ক্রিকেট ফুটবল খেলছিলেন। অবিশ্বাস্যভাবে কোনও প্রাণহানি হয়নি। বিমানটিকে নীচে নামতে দেখে সকলে মিলে ছুটে পালিয়ে যান। কিন্তু ভেঙে পড়ার পরে স্থানীয়রাই পাইলটদের সাহায্যের জন্য এগিয়ে আসেন।
বিমানে উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের দু’জন শিক্ষানবিশ পাইলট ছিলেন। মাঝ আকাশে বিমানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ সেটি মাটিতে ভেঙে পড়ে। গুরুতরভাবে আহত হয়েছেন তাঁরা। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন