নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা

নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা
MostPlay

নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিকারপুর ইউনিয়নের কালীগাঁও বিলে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। স্থানীয় সামাজিক চকগৌরি ক্লাব, হাঁসিখুশি ক্লাবসহ আরো কয়েকটি ক্লাব এই নৌকা বাইচ প্রতিযোগিতা অংশ গ্রহন করেন। সরেজমিনে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা বিলের দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে গেছে। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা।

বিকাল সাড়ে ৪টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম । এসময় বাইচ খেলার জন্য ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। প্রথম বিজয়ীদের পুরস্কার হিসেবে খাঁসি দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password