আগুন জ্বলছে মাটিতে, কিন্তু অক্ষত পার্কের ঘাস ( দেখুন ভিডিও)‌

আগুন জ্বলছে মাটিতে, কিন্তু অক্ষত পার্কের ঘাস ( দেখুন ভিডিও)‌
মাটিতে পড়ে থাকা সাদা রঙের আস্তরণের উপর দিয়ে এগিয়ে চলেছে আগুনের শিখা। কিন্তু পাশের ঘাস, গাছের পাতা, ঝোপঝাড় এমনকি কাঠের বেঞ্চও অক্ষত। হতবাক করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে স্পেনের ক্যালাহোরা শহরের একটি পার্কে। চারদিন আগে ওই আগুনের ভিডিও তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিও। ইতিমধ্যেই ফেসবুকে ৯২,০০০ বার এবং টুইটার, রেডিটে ৬৮ লক্ষ বার ওই ভিডিও দেখে ফেলেছেন মানুষজন। জীববিজ্ঞানীদের রিপোর্ট তুলে ধরে ক্যালাহোরার মেয়র জানিয়েছেন, সাদা রঙের যে আস্তরণে আগুন জ্বলতে দেখা যাচ্ছে সেটা পার্কের ঘাসের উপর পড়ে থাকা পপলার বীজ। এবং অতি জ্বলনশীল এই বীজের উপর আগুন লাগায় সেটা শুধু বীজকেই পুড়িয়েছে, তলার ঘাসের গায়ে আঁচ লাগেনি। কিন্তু অতি দ্রুত ছড়িয়ে পড়তে থাকা এই আগুন এখনও নিয়ন্ত্রিত করা সম্ভব হয়নি আগুন। যা চিন্তা বাড়াচ্ছে ক্যালাহোরা প্রশাসনের।

মন্তব্যসমূহ (০)


Lost Password