কোপা আমেরিকা নিয়ে শঙ্কা যেন কাটছেই না

কোপা আমেরিকা নিয়ে শঙ্কা যেন কাটছেই না

আগামী ১৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত থেকে শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা। আর মাত্র ৮ দিন বাকি অথচ এখনও কোপা নিয়ে রয়েছে ঘোর সংশয়। প্রথমে কোপা আমেরিকা অনুষ্ঠীত হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনাতে। কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশ আয়োজক হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে প্রথমে স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আর্জেন্টিনার নামও বাদ পড়ে আয়োজকের তালিকা থেকে।

গত ৩১ মে সিদ্ধান্ত নেয়া দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের আসরটি গতবারের মতো এবারও ব্রাজিলে অনুষ্ঠত হবে। টুর্ণামেন্ট শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি থাকলেও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর ব্রাজিলেই অনুষ্ঠীত হবে। কারণ বাস্তবিক অর্থে ব্রাজিলে করোনা পরিস্থীতি আর্জেন্টিনার থেকে ভয়াবহ। ব্রাজিলের সরকার ছাড়া আর কেউ চাচ্ছে না কোপা আমেরিকার এবারের আসরটি ব্রাজিলে আয়োজন করা হোক। ব্রাজিলের গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির জনগণও চায় না করোনাভাইরাসে এমন পরিস্থিতির মধ্যে ফুটবলের এত বড় একটা আসর হোক তাদের দেশে। ব্রাজিল থেকে কোপা আমেরিকা সরিয়ে নেয়ার জন্য এরই মধ্যে কয়েক দফা আন্দোলনও হয়ে গেছে সেখানে। এমনকি খেলোয়াড়রাও নিজেদের দেশে কোপা আমেরিকার পক্ষে নন।

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের ম্যাচের পরে সরাসরি এমন কথা বলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো। ক্যাসেমিরো বলেছেন, ‘ব্রাজিলে কোপা আমেরিকার ব্যাপারে আমাদের অবস্থান সবাই জানে। এর চেয়ে পরিস্কার করার কিছু নেই। আমরা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর নিজেদের মতামত তুলে ধরব’। ব্রাজিল কোচ তিতেও খেলোয়াড়দের পাশে রয়েছেন বলে জানা গেছে। তবে এই ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যেই সিন্ধান্ত নেয়া হবে কারণ টুর্ণামেন্টটি মাঠে গড়াতে যে খুব বেশি সময় বাকি নেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password