ভারতের মাঠে স্লেজিংয়ের শিকার ইংলিশ তারকা

ভারতের মাঠে স্লেজিংয়ের শিকার ইংলিশ তারকা

ভারতের মাঠে স্লেজিংয়ের শিকার হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।  পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ইংল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারে এমন ঘটনা ঘটে। ওই ওভারের শেষ বলে ব্যাটিং পজিশনে ছিলেন ডেভিড মালান, নন-স্ট্রাইকে ছিলেন জনি বেয়ারস্টো। ওয়াশিংটন সুন্দরের করা বলটি সোজা ব্যাটে খেলেন মালান। বলটি সরাসরি গিয়ে ননস্ট্রাইকে থাকা জনি বেয়ারস্ট্রোর হেলমেটে আঘাত হানে। 

ইংলিশ তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো রার্নিং পজিশন চেঞ্জ করার সময়টুকু পাননি। হেলমেটে বল লেগে তিনি যখন ব্যথিত তখন শুনলেন ওয়াশিংটন সুন্দরের বাজে বকা। জনি বেয়ারস্ট্রোকে উদ্দেশ করে হয়তো বাজে মন্তব্য করেন ওয়াশিংটন। 

ভারতীয় ২১ বছর বয়সী তরুণ বোলারের এমন আচরণে অবাক হন ইংলিশ তারকা ব্যাটসম্যান, ব্যাট হাতে অভিযোগের দৃষ্টিতে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার তখন বোলারকে শান্ত থাকার পরামর্শ দিলেও ভারতীয় অফস্পিনার  স্লেজিং করতেই থাকেন। 

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানে ৪ উইকেট হারানো ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৪ রানে করে। মামুলি স্কোর তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে সফরকারী ইংল্যান্ড। জেসন রয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৭২ রান করে ফেরেন জস বাটলার। ২৪ বলে দুই চার ও এক ছক্কায় ২৮ রান করেন বাটলার। 

এরপর ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৫.৩ ওভারেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ১৭ বলে ১৭ রান করেন বেয়ারস্টো আর ২০ বলে ২৪ রান করেন ডেভিড মালান।

মন্তব্যসমূহ (০)


Lost Password