১২ ই সেপ্টেম্বর খুলে দেয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

১২ ই সেপ্টেম্বর খুলে দেয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
MostPlay

প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার আগামি ১২ ই সেপ্টেম্বর খুলে দেওয়া হতে পারে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়াও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সকালে চাঁদপুর সদরে এটি নতুন স্কুল ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের এমনই তথ্য জানান ডা. দীপু মনি।

এর আগে ১৩ ই সেপ্টেম্বর মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের ১৮ ই মার্চ থেকে করোনা সংক্রমনের জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেয়া হয়। এরপর বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বিক্ষোভ এবং মানববন্ধন করেছিল শিক্ষার্থীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password