যশোরের চৌগাছায় পরকীয়ার জের ধরে স্বামী আব্দুর রাজ্জাক হত্যার দায়ে স্ত্রী শাবানা খাতুন ও প্রেমিক আব্দুল আলিমকে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন উচ্চ আদালত । এ রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ বশির আহমেদ। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর নির্ধারিত শুনানি শেষে বুধবার (১৮ আগস্ট ২০২১) হাইকোর্টের বিচারপতি মোঃ সহিদুল করিম ও বিচারপতি আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল বেঞ্চ এই রায় দিয়েছেন।
আজ আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ বশির আহমেদ। আসামিদের পক্ষ থেকে ছিলেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও অ্যাডভোকেট মোঃ জাহেদ ইকবাল। এদিকে এর আগে ২০১৬ সালের ১৪ মার্চ যশোরের চৌগাছা এলাকায় স্বামী আব্দুর রাজ্জাক হত্যার দায়ে স্ত্রী শাবানা খাতুন ও প্রেমিক আব্দুল আলিমকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার।
আজকে তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। এছাড়া দণ্ড থেকে খালাস চেয়ে আপিলের জন্য আবেদন করেন আসামি পক্ষ। ওই আপিল শুনানি নিয়ে আজ এ রায় দেয় উচ্চ আদালত। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ রাতে চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার স্ত্রী শাবানা খাতুন ও স্ত্রীর প্রেমিক আব্দুল আলিম। এই ঘটনায় নিহতের ভাই মিন্টু বাদী হয়ে ১১ মার্চ চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী শাবানা খাতুন ও আব্দুল আলিমকে আসামি করে মামলাটি করা হয়। কথিত আব্দুল আলিমের সঙ্গে শাবানা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল।
এর জের স্বামী বাধা দেওয়ায় এ হত্যাকান্ড। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন শাবানা খাতুন। এবং পরে তাদেরকে গ্রেফতার করে হাজতে প্রেরন করে পুলিশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন