বাসের চাকায় পিষ্ঠ ক্রিকেটার নীরব

বাসের চাকায় পিষ্ঠ ক্রিকেটার নীরব

রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নীরব খান শহীদের মৃত্যু হয়েছে। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। এ দুর্ঘটনায় তার বন্ধু আফজাল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেপরোয়া গতিতে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন। আফজালের পা ভেঙে গেছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। 

খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের ভাই সাগর খান গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খেলতেন নীরব। তাদের বাসা কেরাণীগঞ্জ আটিবাজারে। ফার্মগেটে ব্যক্তিগত কাজ সারতে বন্ধু নবীকে নিয়ে আসছিল নীরব। কাজ শেষে বাড়িতে ফেরার কথা ছিল। এরই মধ্যে এই ঘটনা ঘটে যায়।’

নিহত শহীদুল ইসলাম নীরব ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম আজাদের ভাগ্নে। দুই ভাই তিন বোনের মধ্যে শহীদুল তৃতীয় ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password