৭১ বছর পুরানো রেকর্ড ভাঙলেন ক্যারবীয় পেসার

৭১ বছর পুরানো রেকর্ড ভাঙলেন ক্যারবীয় পেসার

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দাঁত কামড়ানো পরিস্থিতির জন্ম দিয়ে প্রথম টেস্ট এক উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা। প্রথম টেস্টে ক্যারবীয়দের হয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে জায়ডেন সিলস। এই ম্যাচে তিনি ভেঙেছেন ৭১ বছর পুরনো ক্যারিবীয় একটি রেকর্ডও।

ম্যাচসেরা পারফরম্যান্সের পাশাপাশি ৭১ বছর পুরোনো এক রেকর্ডও ভেঙে দিয়েছেন ১৯ বছর বয়সী এ ডানহাতি পেসার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে টিন এজ অর্থাৎ ২০ বছরের আগেই ফাইফার নেয়ার কীর্তি গড়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর এ পেসার। যার সুবাদে তিনিই এখন ক্যারিবীয়দের পক্ষে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি বোলার।

এতদিন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ৫ উইকেটশিকারি বোলার ছিলেন অ্যালফ ভ্যালেন্টাইন। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই তিনি শিকার করেছিলের ৫ উইকেট। সেদিন তার বয়স ছিল ২০ বছর ৪১ দিন। সিলসের হাতে ৭১ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙা পড়ল। তবে টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ফাইফারের বিশ্ব রেকর্ড থেকে বেশ দূরেই রয়েছেন সিলস। ১৯৫৮ সালে মাত্র ১৬ বছর ৩০৩ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তান নাসিম উল গণি। সেই রেকর্ড টিকে রয়েছে এখনও।

মন্তব্যসমূহ (০)


Lost Password