এখন পর্যন্ত রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজনের লাশও শনাক্ত করা যায়নি

এখন পর্যন্ত রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত একজনের লাশও শনাক্ত করা যায়নি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ‌্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এত মানুষের মারা যাওয়ার কারণ হিসেবে আয়ার সার্ভিস কর্মিরা মনে করেছেন আগুন লাগার সময় ভবনের চতুর্থ তয়ার সিড়ির গেট তালাবদ্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারেননি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানিয়েছেন রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা ৪৯ মরদেহের একটিও শনাক্ত করা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। সবগুলো মরদেহ আগুনে পুড়ে ঝলছে গেছে। প্রয়োজনে তাদের মরদেহ ফ্রিজিং করা হবে। আমাদের প্রথম কাজটি হবে মরদেহগুলোর যথাযথ প্রক্রিয়ায় ডিএনএ টেস্ট করে শনাক্ত করা। আত্মীদের সঙ্গে ডিএনএ সিম্পল মিলিয়ে পরবর্তীতে মরদেহ হস্তান্তর করা হবে’।

মন্তব্যসমূহ (০)


Lost Password