বাড়ির স্যুইমিং পুলে উদ্ধার ৩ জনের দেহ

বাড়ির স্যুইমিং পুলে উদ্ধার ৩ জনের দেহ

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়েছে তাঁদের নতুন কেনা বাড়ির স্যুইমিং পুল থেকে। ঘটনাটি ঘটেছে সোমবার নিউ জার্সির মিডলসেক্স কাউন্টিতে। মৃতদের নাম নিশা পাটেল, তাঁর আট বছরের এক কন্যাসন্তান এবং তাঁর ৬২ বছরের শ্বশুর ভারত পাটেল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলের মধ্যে তড়িদাহত হয়েই তিনজনের মৃত্যু হয়েছে।

তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মিডলসেক্স কাউন্টি রিজিওনাল মেডিক্যাল এক্সামিনার্স অফিসের তকরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, বিদ্যুতে তড়িদাহত হয়ে জলে ডুবে গিয়েই মৃত্যু হয়েছে তাঁদের। এবং এটা পুরোটাই দুর্ঘটনা।

সূত্রের খবরে জানা গিয়েছে, গত এপ্রিল মাসেই এই বাড়িটি কিনেছিল এই পরিবার। স্যুইমিং পুলটিরও ভালো গভীরতা ছিল। পুলিশ এখন জানার চেষ্টা করছে যে, এই তিন সদস্য কি কোনও ভাবে সাঁতার কাটতে জানতেন না অথবা কোনও ভাবে জলে নেমে গভীরতায় ভয় পেয়ে গিয়েছিলেন? সেখান থেকেও অনেক সময় হার্ট ফেলিওর হয়ে মৃত্যু হতে পারে। তবে তিন জনের একইসঙ্গে মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। ক্লিয়ারভিউ রোডের এই বাড়িটি তাঁরা গত এপ্রিলে 451,000 মার্কিন ডলার দিয়ে কিনেছিলেন।

পুলিশ জানতে পেরেছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রতিবেশীরা জোর চিৎকার শুনতে পান। তার পরই তাঁরা পুলিশকে খবর দিয়েছিলেন। তাঁরা প্রথমে ভেবেছিলেন যে, কেউ হয়তো জলে পড়ে গিয়ে ডুবতে বসেছে। মা যিনি ছিলেন তাঁরই গলার আওয়াজ পেয়েছিলেন প্রতিবেশীরা। নিউ জার্সির মেয়র ব্র্যাড কোহেন বলেছেন, ইস্ট ব্রানসুইকের এই গোটা কমিউনিটি ঘটনায় স্তম্ভিত। সকলেই দুঃখ প্রকাশ করেছেন এমন মর্মান্তিক ঘটনায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password