ফেডেরিক ওভারডাকের দখলে টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগার

ফেডেরিক ওভারডাকের দখলে টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগার

টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারটি এখন নেদারল্যান্ডসের প্রমিলা ক্রিকেটার ফেডেরিক ওভারডাইকের দখলে। গতকাল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ফ্রান্স প্রমিলা ক্রিকেট দলের বিপক্ষে এই কীর্তি গড়েন ওভারডাইক। এক এক তিনি শিকার করেছেন ৭ উইকেট। ফ্রান্সের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৪-২-৩-৭।

এতদিন মেয়েদের ক্রিকেটে সেরা বোলিং ফিগারটি ছিল নেপালের অফব্রেক বোলার অঞ্জলি চাঁদের৷ ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ৬ উইকেট নেন কোনো রান না দিয়ে। অপরদিকে পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল টি-টোয়েন্টি বোলার ভারতের দীপক চাহার। ২০১৯ সালের নভেম্বরে নাগপুরে মাহমুদউল্লাহর বাংলাদেশের বিপক্ষে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। গতকাল দুটি রেকর্ডই ভেঙে দিয়েছেন ওভারডাইক।

ফেডেরিক ওভারডাইকের বোলিং তোপে ১৭.৩ ওভারে ফ্রান্স অলআউট হয়েছে মাত্র ৩৩ রানে৷ নেদারল্যান্ডস ১ উইকেট হারিয়ে মাত্র ৩.৩ ওভারেই পৌঁছে যায় জয়ের বন্দরে। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ২য় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ডাচ মেয়েরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password