ভাসানচরে নাগরিকদের জন্যেও বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে

ভাসানচরে নাগরিকদের জন্যেও বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে
MostPlay

নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলায় অবস্থানরত মায়ানমার থেকে আগত বলপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখ মায়ানমার নাগরিকদের মধ্য থেকে ১৮ হাজার নাগরিককে নোয়াখালী জেলার ভাসানচরে নব নির্মিত আশ্রয় কেন্দ্রে স্থানারিত করেছে।

সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে শুরু থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাস্তুচ্যুত এই মায়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন প্রকার মানবিক সহায়তা যেমন-স্বাস্থ্য সেবা, পানি ও পয়নিষ্কাশন, ফুড ও নন ফুড আইটেম এবং ভিআরআর কার্ডক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভাসানচরে অবস্থানরত নাগরিকদের জন্যেও বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

গতকাল সোসাইটির চেয়ারম্যান, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব এর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভাসানচর সফর করে সোসাইটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান, নব নির্বাচিত ব্যাস্থাপনা পর্ষদের সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, শেখ মো. শফিউল আযম, সিকদার নুর মোহাম্মদ দুলু, সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, আইএফআরসি’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিও এবং আইএফআরসি’র হেড অব ডেলিগেশন ইন বাংলাদেশ সঞ্জীব কুমার কাফলে।

প্রতিনিধি দলটি ভাসান চর আশ্রয় প্রকল্পের প্রকল্প পরিচালক কমরেড এম রাশেদ সাত্তার এর সাথে প্রকল্প বিষয়ে কথা বলেন এবং সাইক্লোন মোকাবেলায় ভাসান চরের জনগোষ্ঠীর উপস্থাপনায় এক মহড়া পরিদর্শন করে। এই মহড়া দেখতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মোজাম্মেম হোসাইন ও ইউ এন এইচ সি আর এর কক্সবাজারের অফিস প্রধান। প্রতিনিধি দলটি ভাসান চরে অবস্থানরত জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তাও প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password