বন্ধ হয়ে গেল এশিয়া কাপ

বন্ধ হয়ে গেল এশিয়া কাপ

করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবছরও বন্ধ হয়ে গেল এশিয়া কাপ ক্রিকেট। পুরো দক্ষিন এশিয়া জুড়ে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। দক্ষিন এশিয়ার বেশ কয়েকটি দেশ বিমান চলাচল নিষিদ্ধ করেছে। শ্রীলঙ্কাও বুধবার ১০ দিনের জন্য ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় আগামী জুন মাসে শ্রীলঙ্কাতে টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠীত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্ত করোনার কারণে এবারও মাঠে গড়াচ্ছে না এশিয়া কাপ ক্রিকেট। তবে এশিয়া কাপ স্থগিতের ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়নি। গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে এবছর শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা সাংবাদিকদের বলেছেন, “বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়”। টুর্নামেন্টটা আবার কখন হতে পারবে তা নিয়েও আছে শঙ্কা। কারণ সব দেশ তাদের ক্রিকেট সুচী চুড়ান্ত করে ফেলেছে। তবে স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর মাঠে গড়াতে পারে বলে মনে করছেন অ্যাশলি ডি সিলভা।

মন্তব্যসমূহ (০)


Lost Password