প্রথম ওয়ানডেতে ৫ পরিবর্তন টাইগার একাদশে

প্রথম ওয়ানডেতে ৫ পরিবর্তন টাইগার একাদশে
MostPlay

একাদশে একগাদা পরিবর্তন অনুমেয়ই ছিলো। ঠিক সাত মাস আগে শ্রীলঙ্কা সফরের শেষ ওয়ানডে ম্যাচে খেলা চার ক্রিকেটার যে এবারের সিরিজের স্কোয়াডেই নেই। ফলে তাদের চারজনের বদলে আসবেন অন্য চারজন, তা অবধারিতই ছিলো।

সঙ্গে যোগ হলো সে ম্যাচের পেসার শফিউল ইসলামের বাদ পড়া। সবমিলিয়ে সাত মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমে পাঁচটি পরিবর্তন বাংলাদেশের একাদশে। দলের নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

 

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগের দিন ইনজুরিতে পড়ায় সে সিরিজে ছিলেন না মাশরাফি, আগের দুই ম্যাচ খেলেও শেষ ম্যাচে জায়গা হারিয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ছিলেন না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

 

ঘরের মাঠের সিরিজে ফিরেছেন এ তিনজনই। মূলত এ তিন পেসারই আজ (রোববার) সিরিজের প্রথম ম্যাচে থাকছেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে। এছাড়া ব্যাটিং লাইনআপে সবশেষ ম্যাচের ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় লিটন দাস এবং তিন নম্বরে খেলা সৌম্য সরকারের বদলে এসেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।

বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: [email protected] ই-মেইলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password