নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের চমক ৪১ বছর বয়সী টেন ডেসকাটকে

নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের চমক ৪১ বছর বয়সী টেন ডেসকাটকে
MostPlay

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস স্কোয়াডের সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ডেসকাট বেশ পরিচিত ৪১ বছর বয়সী রায়ান টেন ডেসকাটকে।

২০১৯ সালে বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন করার পথে দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন ডেসকাট। তবে তাকে দলে নিতে শীতল যুদ্ধ করেছেন নেদারল্যান্ডসের কোচ রায়ান ক্যাম্পবেল। তার ভাষ্য, 'খুব সম্ভবত, দায়িত্ব নেয়ার পর থেকে এটিই ছিলো সবচেয়ে কঠিন নির্বাচন প্রক্রিয়া।' রায়ান টেন ডেসকাটের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব উজ্জ্বল। ৩৩ ওয়ানডেতে ৫ সেঞ্চুরিতে তার রান ১৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা। উইকেট পেয়েছেন ৫৫টি। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ৫৩৩ রান ৪৪.৪১ গড় ও ১৩৩.২৫ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি। ঘরোয়া ক্রিকেটে আরও সফল এই ডাচ তারকা। ২০৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯ সেঞ্চুরিতে রান ১১ হাজারের ওপর, উইকেট ২১৪টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩.৪২ গড়ে রান ৬ হাজারের বেশি, উইকেট ১৮৯টি। টি-টোয়েন্টিতে ১৩৩.৫৮ স্ট্রাইক রেটে রান সাড়ে ৭ হাজার, উইকেট ১১৪ টি।

শুধু ডেসকাটে নয়, নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ইংল্যান্ডের কাউন্টি সার্কিটের অভিজ্ঞ সব ক্রিকেটার আছেন আরও। নেতৃত্বে যথারীতি অলরাউন্ডার পিটার সিলার। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার কলিন আকারম্যান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যিনি নিয়মিত পারফরমার।

নেদারল্যান্ডস দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন আকারম্যান (সহ-অধিনায়ক), ফিলিপ বোয়াসেভেন, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, বেন কুপার, মাক্স ও’ডাওড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মেরওয়া, ব্র্যান্ডন গ্লভার, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, স্টেফান মাইবার্গ।

মন্তব্যসমূহ (০)


Lost Password