শিবপুরে কিশোর গ্যাং আতঙ্ক

শিবপুরে কিশোর গ্যাং আতঙ্ক

নরসিংদীর শিবপুরে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে কিশোর গ্যাং আতঙ্ক। এই কিশোর গ্যাং প্রতিনিয়তই ঘটাচ্ছে মারামারি-হানাহানির ঘটনা। স্কুল-কলেজ পড়ুয়া উর্তিবয়সী ছেলেরা এই কিশোর গ্যাং এর সদস্য। এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ঘটাচ্ছে বড় ধরনের বিশৃঙ্খল ঘটনা। অনেক সময় মানছে না পরিবারের বাধা-নিষেধ, আতংকিত হয়ে পড়েছে পরিবার। কোন মতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাদের।

অনেকে জড়িয়ে পড়ছে মাদকের মত ভয়াবহ মরণ নেশার সাথে। শিবপুরের মাছিমপুর ইউনিয়ন, ধানুয়া ও খড়িয়া, শিবপুর পৌরসভা, চক্রধা, দুলালপুরে রয়েছে শতাধিক কিশোর গ্যাং যারা পান থেকে চুন খোসলেই জড়িয়ে পরে মারামারিতে। অনেক কিশোর গ্যাং এর সদস্যরা চুরি ছিনতাই এর মতো ঘটনাও ঘটাচ্ছে।

এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী এবং পরিবার, সচেতন মহল মনে করেন এটি সামাজিক অবক্ষয়। এখনই যদি এর নিয়ন্ত্রণ না করা যায় তাহলে ঘটতে পারে হত্যাকান্ডের মতো ভয়াবহ ঘটনা। আধিপত্য বিস্তারই হচ্ছে এদের মূল উদেশ্য এই আধিপত্য বিস্তার নিয়ে যেকোন সময় কোল খালি হতে পারে কোন মায়ের । ক্রমাগতই বাড়ছে কিশোরদের ভঙ্কয়কর অপরাধ। মোবাইল ফোনের অপব্যবহারে মাধ্যমে জড়িয়ে পড়ছে অসামাজিক ও অশ্লীল কাজে।

পরিবারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। প্রাক্তন একজন শিক্ষক বলেন, নিজ নিজ সন্তানদের প্রতি পরিবারের কঠোর নজরদারির প্রয়োজন। সন্তান ঠিক মতো পড়া লেখা করছে কিনা, কি করছে, কার সাথে মিশছে এবং সন্তানদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ না দেয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password