দোহারের টিসিএল এগ্রো এন্ড ডেইরি ফার্ম

দোহারের টিসিএল এগ্রো এন্ড ডেইরি ফার্ম

সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে টিসিএল এগ্রো এন্ড ডেইরি ফার্ম। স্বত্বাধিকার ও এমডি তানভির আহমেদের উদ্দ্যোগে এ ফার্মটি গড়ে উঠেছে । এ ফার্ম দোহারের বানাঘাটায় অবস্থিত । অনেকে মোল্লা বাড়ি ফার্ম বলেও ডেকে থাকে। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ২১১ টি গরু। এ ফার্মে গরু গুলোকে মোটাতাজা করনে রাসায়নিক জাতীয় কোন ওষুধ ব্যবহার করা হয়না।

এমনকি গো-খাদ্য উৎপাদনে রাসায়নিক সার মুক্ত। ভেটেনিনারি ডাক্তার তাজমিলুর রহমান জানান, পশুর খাবারের তালিকায় আছে খৈল, ভুষি, খড়, সবুজ ঘাস, ছোলা ও ঝাউয়ের মতো প্রাকৃতিক খাবার। ইনজেকশন মুক্ত ও প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ স্টেরয়েড, বিশুদ্ধ গো-খাদ্যের মাধ্যমে গরু গুলো বড় করা হয়েছে। ফার্মে রয়েছে নিজস্ব বায়োগ্যাস প্লান্ট। গো-খাদ্যোর জমিতে এ প্লান্টের সার ব্যবহার করা হয়।

ফার্মে রয়েছে নিজস্ব ঘাস কাটার যান্তিক মেসিন। দেশি-বিদেশির গরুর সমন্বয়ে গড়ে উঠেছে ফার্মটি। ছোট, মাঝারি ও বড় গরু থেকে, ক্রেতারা তাদের পছন্দ মতো গরু কিনতে পারছে। এখানকার অধিকাংশ গরু বিক্রি হয়ে গেছে । নেয়া হয় না কোন হাটে।

সহকারি হিসেবে সার্বক্ষনিক পরিচর্চায় নিয়োজিত আশিকুজ্জামান জানান, কয়েকটি গরুকে বিশেষ নাম ধরে ডাকা হয়। প্রথমেই উল্লেখ করেন নবাব এর নাম । তাছাড় রয়েছে, খান, সাকিব সহ বিভিন্ন গরুর বিভিন্ন বাহারি নাম । দেখা গেছে কালো-সাদা রং এ মিশ্রিত নবাব বেশ শান্ত শিষ্ঠ । চোখে রয়েছে নবাবি ঢং এর চাহনি।

কোরবানির গরু ব্যতীত রয়েছে ৬০টি দুগ্ধজাত গাভী। টিসিএল এগ্রো এন্ড ডেইরি ফার্ম এ দুজন ডাক্তার, একজন সহকারীসহ মোট ২৫ জন প্রশিক্ষিত কর্মী সার্বক্ষনিক গরু গুলো পরিচর্চায় কর্মরত।

মন্তব্যসমূহ (০)


Lost Password