আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সেই লক্ষে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তিতি ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টিম। করোনার কারণে শ্রীলঙ্কা কোন নেট বোলার দিতে রাজি হয়নি এমনকি প্রস্তুতি ম্যাচের জন্য কোন টিম মাঠে নামার অনুমতি দেয়নি। তাই নিজেদের মধ্যেই ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন টাইগাররা।
তামিম ইকবালের লাল দল ও মমিনুল হকের সবুজ দলে ভাগ হয়ে সিএমসিজি গ্রাউন্ডে মাঠে নিজেদের ঝালাই করতে নেমেছেন বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে তামিম ইকবালের লাল দল। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তামিমের দল তুলেছে ১০০ রান। তামিম নিজেও করেছেন দারুণ ব্যাটিং। তামিম ৬৩ রান নিয়ে ব্যক্তিগত ইনিংস ঘোষণা করেছেন। তার সঙ্গে ওপেন করতে নামা সাইফ হাসানও ভাল ব্যাটিং করছেন। ২৩ রান করে অপরাজিত আছেন তিনি। তামিম স্বেচ্ছায় অবসর নেয়ার পর ক্রিজে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ ও সাপোর্টিং স্টাফ।
সবুজ দল: সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল হাসান, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন