ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ৩১৯ রান করতে হবে বাংলাদেশকে। এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।তামিম ইকবাল, সৌম্য সরকার ও লিটন দাসকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি নিউজিল্যান্ডের বোলাররা। এর মধ্যে অবিশ্বাস্য দক্ষতায় লিটনের ক্যাচটি নেন ট্রেন্ট বোল্টের।
ম্যাট হেনরির বলে ইনিংসের তৃতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। লেংথে পড়া বলটি বাংলাদেশ অধিনায়কের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের গ্লাভসে। ৯ বলে ১ রান করে ফেরেন তামিম।
মাঝে এক ওভার পর সৌম্যকেও তুলে নেন হেনরি। ডিপ ফাইন লেগে ফিল্ডার রেখে খাটো লেংথে বল করেছিলেন এ পেসার। টোপটা গিলতে দেরি করেননি সৌম্য। পুল করতে গিয়ে টাইমিং ঠিকমতো হয়নি। ক্যাচ নিতেও অসুবিধা হয়নি ট্রেন্ট বোল্টের। তামিমের মতোই ১ রান করে ফেরেন সৌম্য।
১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধারের কাজটা এখন করছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে দারুণ এক ফিফটি তুলে নেন মিঠুন। লিটন আজ ভালো শুরু পেয়েও থাকতে পারেননি।
সপ্তম ওভারে হেনরিকে পুল করতে গিয়ে বল তার ব্যাটের কানায় লেগে উঠে যায় থার্ড ম্যান অঞ্চলে। চোখ ধাঁধানো ডাইভে ক্যাচ নিয়ে লিটনকে (২১) ফেরান বোল্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ২৬ রান তুলেছে বাংলাদেশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন