১০ রানের জন্য সেঞ্চুরী মিস করলেন তামিম

১০ রানের জন্য সেঞ্চুরী মিস করলেন তামিম

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। শুরুর ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশকে দারুণ সুচনা এনে দেন তামিম এবং শান্ত। তামিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তামিম। ৫৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। এর মধ্যে ৪০ রানই আসে বাউন্ডারি থেকে। দুজনের দৃঢ়তায় প্রথম সেশনের ২৭ ওভারে ১০৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তামিম ৭২ বলে ৬৫ রানে অপরাজিত থেকে বিরিতিতে যায়।

বিরতি থেকে ফিরে সাবলীল ব্যাটিং করতে থাকেন তামিম। দ্রুতই এগুতে তাকেন তার দশম টেস্ট সেঞ্চুরীর দিকে। তামিম ইকবাল যখন সেঞ্চুরী থেকে ১০ রান দূরে তখন ঘটলো বিপত্তি। বিশ্ব ফার্নান্দোর এক্সটা বাউন্স বলে স্লিপে থিরামান্নের হাতে ক্যাচ তুলে দিলেন তামিম। সাজঘরে ফেরার আগে খেললেন ১০১ বলে ৯০ রানের ইনিংস। তার ১০১ বলে ৯০ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারের মারে।

আউট হয়ে যাওয়ার আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা রান সংগ্রাহকের আসনে বসেছেন তামিম। গত কয়েক টেস্ট ম্যাচ ধরেই তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে চলছে সেরা রান সংগ্রাহক হওয়ার প্রতিযোগিতা। দারুণ এই প্রতিযোগিতা। সেটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াই। প্রতি ইনিংসেই যেন একে অপরকে ছাড়িয়ে যাচ্ছেন এ দুজন। সেই ধারাবাহিকতায় এবার শীর্ষে উঠলেন তামিম।

তামিম আউট হয়ে গেলেও শান্ত ধিনায়ক মমিনুলকে সাথে নিয়ে টেনে নিয়ে বাংলাদেশের ইনিংস। এই রিপোঈটয় লিখা পর্যনত বাংলাএদশের সংগ্রহ ২ উইকেটে ১৭৬ রান। শান্ত ৬৪ ও মমিনুল ১১ রান নিয়ে ব্যাট করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password