আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পুর্ণ করলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পুর্ণ করলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রান পুর্ণ করলেন তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪ তম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এছাড়া ১০ম ওপেনার হিসেবে করলেন এই কীর্তি।

আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলার পথে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ভারতের শচীন টেন্ডুলকার। তিনি ৬৬৪ ম্যাচে করেছেন ৩৪৩৫৭ রান এবং ওপেনারদের মধ্যে ১৯২৯৮ রান করে শীর্ষে আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরীয়া।

তামিম ইকবাল এখন পর্যন্ত ৬৪টি টেস্টে ৪৭৮৮ রান, ২১৪টি ওয়ানডে ম্যাচে ৭৫০৪ রান ও ৭৮টি টি-টুয়েন্টি ম্যাচে ১৭৫৮ রান করেছেন দেশসেরা এই ওপেনার অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৩৫৬ ম্যাচে ১৪০৫০ রান করেছেন তামিম।  

মন্তব্যসমূহ (০)


Lost Password