উত্তরায় শিক্ষার্থীদের সাথে -পুলিশ ও র‍্যাবের দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় শিক্ষার্থীদের সাথে -পুলিশ ও র‍্যাবের দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর উত্তরা-রাজলক্ষী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের। উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানীর হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে হাজারো আন্দোলনকারী রয়েছেন।

তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ ও র‍্যাব। ফলে ঢাকা–ময়মনসিং সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থল থেকে সংবাদদাতা জানান, বেলা ১১টার দিকে স্থানীয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র‍্যাব তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের দুই দিকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। পুলিশ ও র‍্যাব মাঝে অবস্থান।

মন্তব্যসমূহ (০)


Lost Password