কোয়েরেন্টাইন পর্ব শেষ করে মাঠে শ্রীলঙ্কা দল

কোয়েরেন্টাইন পর্ব শেষ করে মাঠে শ্রীলঙ্কা দল

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকা পৌছেই তারা চলে যায় ৩ দিনের রুম কোয়ারেন্টাইনে। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকায় পৌঁছানোর পর থেকে দুইবার করোনা টেস্ট দিয়ে নেগেটিভ ফল পাওয়ার পর তাদের খেলোয়াড়রা অনুশীলনের পেয়েছেন।

আজ বুধবার দুপুর ২টায় অনুশীলন করতে মাঠে আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা তিন ঘন্টা অনুশীলন করেছে তারা। মিরপুরের একাডেমিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই করেছে সফরকারীরা। আগামীকালও একই সময়ে অনুশীলন সেশন রয়েছে তাদের। দুইদিন অনুশীলন করার পর আগামী ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

২৩ মে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের একটি অংশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৫ ও ২৮ মে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password