ভারতের বিপক্ষে দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা

ভারতের বিপক্ষে দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা

দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে কুশল পেরেরার বদলে লঙ্কানদের নেতৃত্ব দিবেন দাসুন শানাকা তার ডেপুটির দায়িত্ব দেয়া হয়েছে ধনাঞ্জয়া ডি সিলভাকে। আগামীকাল থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও ভারতের ওয়ানডে সিরিজ।

চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণ দেয়া হয়েছিল কুশল পেরেরাকে। দায়িত্ব নেওয়ার পর তিন সিরিজের একটাতেও জিততে পারেননি তিনি। কাঁধের ইনজুরির কারনে তিনি ছিটকে গেলেন, তার বদলে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শানাকা। ফলে গত পাঁচ বছরে শ্রীলঙ্কার দশম ওয়ানডে অধিনায়ক হলেন শানাকা।

রোববার থেকে শুরু হতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজে শুধু অধিনায়কত্ব নয় জায়গাও হারিয়েছেন কুশল পেরেরা। তবে পারফর্মেন্সের কারণে নয় ইনজুরীর কারণে দলে জায়গা হয়নি কুশল পেরেরার। শ্রীলঙ্কার ইনজুরির গল্প শুধুই পেরেরাতেই সীমাবদ্ধ নয়। বাঁহাতি ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোও আছেন এই তালিকায়। তবে তিনি পুরো সিরিজ মিস করছেন না। প্র্যাকটিসে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ওয়ানডে সিরিজ। তবে ঠিকই খেলবেন টি-টোয়েন্টি সিরিজ। এক বছর পর সীমিত ওভারের দলে ডাক পেয়েছেন পেসার লাহিরু কুমারা এবং ভানুকা রাজাপাকসে। এছাড়া ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। দলে জায়গা ধরে রেখেছেন ধনাঞ্জয়া লাকশান ও প্রাভিন জয়াবিক্রমা।

শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, লাহিরু কুমারা , দুশমন্থ চামিরা, আভিশকা ফার্নান্দো, প্রাভিন জয়াবিক্রমা, লাকসান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, ভানুকা রাজাপাকসে, পাথুম নিসানকা, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, আশেন বান্দারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা কারুনারত্নে, শিরান ফার্নান্দো, ধনঞ্জয়া লাকসান, ইশান জয়ারত্নে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ও বিনুরা ফার্নান্দো।

মন্তব্যসমূহ (০)


Lost Password