শ্রীলঙ্কায় জরুরী অর্থনৈতিক অবস্থা ঘোষণা, ১০ কোটি ডলার দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কায় জরুরী অর্থনৈতিক অবস্থা ঘোষণা, ১০ কোটি ডলার দিলো বাংলাদেশ
MostPlay

শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে ঠেকে যাওয়াতে আন্তর্জাতিক বাণিজ্যে ভয়াবহ প্রভাব পড়েছে। বৈদেশিক মুদ্রা না থাকায় খাদ্যদ্রব্য আমদানি,নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ওষুধ, গ্যাস আমদানি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্হায় জরুরী অর্থনৈতিক অবস্হা ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এ অবস্হায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে আরো ১০ কোটি ডলার বা ৮৫২ কোটি টাকা মূল্যমানের ফরেন কারেন্সি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

“কারেন্সি সোয়াপ” নীতিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে এই সাহায্য দিচ্ছে। নিউইয়র্কের ফেডারেল ব্যাংক থেকে রিজার্ভে থাকা অর্থ থেকে শ্রীলঙ্কার জন্যে ছাড় দেয়া হয়। ফরেন কারেন্সি সোয়াপের প্রথম ৫ কোটি ডলার দেয়া হয় গত ১৯ই আগস্ট। এর পরে গতকাল নতুন করে ১০ কোটি ডলার ছাড় করা হয়েছে। কারেন্সি সোয়াপ চুক্তির আওতায় তিন মাস মেয়াদে এ অর্থ দেওয়া হচ্ছে। ফলে তিন মাস পর পর ঋণের মেয়াদ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। এ ক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেটের সঙ্গে দেড় শতাংশ যোগ করে সুদ পাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে কারেন্সি সোয়াপের ক্ষেত্রে দেশটি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে সমপরিমাণ নিজস্ব মুদ্রা রেখে ডলার নিচ্ছে। পাশাপাশি শ্রীলঙ্কার সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি হিসেবে আছেন। মেয়াদ শেষে সুদসহ শ্রীলঙ্কা ডলার ফেরত দেওয়ার পর বাংলাদেশ তাদের অর্থ ফেরত দেবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password