প্রথম ওয়ানডেতে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

প্রথম ওয়ানডেতে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারি ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। শেখর ধাওয়ানের অধিনায়কোচিত ইনিংসে ৮০ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে শ্রীলঙ্কা। ৯ উইকেটে তারা থামে ২৬২ রান করে। জবাবে ৩৬.৪ ওভারে ৩ উইকেটে ২৬৩ রান করে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যানরা শুরু করার পর ইনিংস বড় করতে পারেনি। ২৪-পেরোনো ইনিংস ছিল ছয়টি, তবে ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৪৩ রানের। কোনো জুটি পেরোতে পারেনি ৪৯ রানের বেশি। ফলে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৬২ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। সেটিও সম্ভব হয়েছে আটে নামা চামিকা করুনারত্নের ১ চার ও ২ ছয়ে ৩৫ বলে ৪৩ রানের ইনিংসে। ইনিংসের শেষ ২ ওভারেই এসেছিল ৩২ রান। এছাড়া চরিথ আসালাঙ্কা ৩৮ রান এবং নতুন অধিনায়ক দাসুন শনাকা ৩৯ রান। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

টার্গেট তাড়া করতে নেমে ৫.৩ ওভারে দলীয় ৫৮ রানে ফেরেন পৃথ্বি শ্ব। এরপর অভিষিক্ত ইশান কৃশানকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন অন্য ওপেনার শিখর ধাওয়ান। দলীয় ১৪৩ রানে ফেরেন ইশান। তার আগে ৪২ বলে ৮টি চার ও দুই ছক্কায় করেন ৫৯ রান। এরপর কিছুক্ষণ ধীরগতিতে এগিয়েছে ভারতের ইনিংস। অধিনায়ক শিখর ধাওয়ান অবশ্য চড়াও হয়েছেন খানিক বাদেই। ফিফটি করতে তাঁর লেগেছিল ৬১ বল, তবে সুযোগ পেলেই খেলেছেন শট। শেখর ধাওয়ানকে কিছুক্ষণ সঙ্গ দেওয়ার পর ৪০ বলে ২৬ রান করে ফিরেছেন মনিশ পান্ডে।

মনীশ আউট হওয়ার পর আরেক অভিষিক্ত সূর্যকুমার যাদবকে সঙ্গে করে দলকে জয়ের বন্দরে নেন ধাওয়ান। ৯৫ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। তার সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়তে ৩১ রান করেন সূর্যকুমার। স্বাগতিকদের হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা ২টি উইকেট শিকার করেন। ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন পৃথ্বি শ্ব। আগামী ২০ জুলাই মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password