৯ ডিসেম্বর ছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবস। এই উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বেগম রোকেয়ার বিভিন্ন লেখা থেকে কোটেশন ও ফিলিস্তিনে ইসরায়েলি বর্বতার চিত্র প্রদর্শন করা হয় এই আয়োজনে।
শহরের জয়নুল আবেদীন পার্কে বিকেল ৩.৩০ টায় চিত্র প্রদর্শনীর পূর্বে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত থেকে আলোচনা করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য বনানী রায়, সংগঠক রেসমিনা হক, সাদিয়া ইবনাত প্রমুখ। বক্তারা বলেন যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সমগ্র জীবনব্যাপী নারী শিক্ষা বিস্তার, নারীর সমানাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।
বেগম রোকেয়ার মৃত্যুর এত বছর পরও আমরা দেখি বর্তমান সমাজেও নারীর সমানাধিকার প্রতিষ্ঠিত হয় নি। বরং নারীরা ঘরে বাইরে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। এরকম সময়ে রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এদেশের নারীদের সংগঠিত করে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছে।
-প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র
ময়মনসিংহ জেলা শাখা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন